কার্টুনিস্ট রাইটস নেটওয়ার্ক, বাংলাদেশ চ্যাপ্টারের যাত্রার শুরুটা কেমন
হবে? অনেক জল্পনা কল্পনার শেষে ২৪ ফেব্রুয়ারী ২০১০ এ ভাষার মাসে, ভাষায়
ভেজাল আর খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিনব কার্টুন প্রতিবাদে সামিল হলাম
আমরা। কেউ সিআরএনবি’র শুরুতে সদস্য হিসেবে, কেউবা সমর্থক, কেউবা নিতান্ত
প্রতিবাদে সামিল হয়ে কার্টুনের মাধ্যমে কার্টুনিস্টের অধিকার রক্ষার শপথে,
সমাজ পরির্তন, শিক্ষা, মূল্যবোধ উদ্বুদ্ধকরণে সিআরএনবি’র যাত্রাকে অভিনন্দন
জানালো। শুরু হলো পথচলা। শুরু হলো পরিবর্তনের জন্য, অধিকারের জন্য
কার্টুনের মাধ্যমে অভিনব এক পরিবর্তনের প্রয়াস।
বিভিন্ন প্রচার মাধ্যমে সিআরএনবি’র যাত্রা শুরুর খবর |
নির্বাচিত কিছু কার্টুন
ক্যাপশন যুক্ত করুন |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন